বাদলা রোগের ( Black quarter/ BQ ) কারণ :
ক্লোষ্ট্রিডিয়াম চোভিয়াই ( Clostridium Chauvoei ) নামক এক প্রকার জীবাণু দ্বারা এ রোগ
সৃষ্টি হয় ।

বাদলা রোগের ( Black quarter/ BQ ) লক্ষণসমূহ :
• এ রোগের সুপ্তকাল ১-৫ দিন ।
• অতি তীব্র এবং তীব্র এই দুই প্রকৃতির লক্ষণ প্রকাশ পায় ।
• অতি তীব্র প্রকৃতির রোগে আক্রান্ত পশু হঠাৎ করে মারা যায় ।
• মৃত্যু এত আকস্মিক না হলেও ক্ষুদামন্দা, জ্বর, (১০৪০-১০৭০ফা: ) হয় ।
• পেটে গ্যাস, শুষ্ক মাজেল নাকের শ্লেষ্মা, অবসাদভাব ইত্যাদি প্রকাশ পায় । এর ১২-৩৬ ঘন্টা পরে মারা যায় ।
• তীব্র প্রকৃতির রোগে অতি তীব্র প্রকৃতির অনুরূপ উপসর্গ ছাড়াও পায়ের মাংসপেশী আক্রান্ত হয় । ফলে পশু হাটতে পারে না এবং খুড়িয়ে হাটে যা এ রোগের কার্ডিনাল উপসর্গ হিসেবে ।
প্রথমে আক্রান্ত পেশী স্ফীত, গরম ও ব্যথাপূর্ণ হয় ফলে পশু খোড়ায় ।
• আক্রান্ত মাংসপেশী কিছু ফোলা থাকে এবং তা টিপলে পচ পচ বা পুর পুর শব্দ হয় ।
• শরীরের যেকোন অংশের স্কেলিট্যাল মাংসপেশী আক্রান্ত হতে পারে । তবে গ্লটিয়াল , ঘাড়
• আক্রান্ত স্থান কালচে দেখায় ।
• ফোলা স্থান কাটলে বাতাস ও ফোলা যুক্ত স্থান থেকে টক দুর্গন্ধময় রস বের হয় ।
• উপসর্গ প্রকাশের ১৮-৭২ ঘন্টার মধ্যে পশুর মৃত্যুর পূর্বে দেহের তাপ হ্রাস পায় ।
• বেচে যাওয়া পশুর অনেক সময় আক্রান্ত মাংসে পচন ধরে এবং খসে পড়ে এবং সম্পূর্ন ভালো হতে ১-২ মাস সময় লাগে ।
• শেষ পর্যায়ে প্রাণির শরীরের তাপমাত্রা কমে আসে ।
• ক্রমেই প্রাণির অরুচি, প্রাণি দূর্বল হয়ে পড়ে এবং মারা যায় ।
রোগ নির্ণয় :
১। বয়সের ইতিহাস যেমন: ৬ মাস হতে ২.৫ বছরের গরুতে আক্রান্তের তথ্য ।
২। বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ দ্বারা এ রোগ শনাক্ত করা যায় ।