কারণ:
এল. এস. ডি কারণ হলো- সিপ পক্স বা ক্যাপরিপক্স ভাইরাস যা গরু লক্ষণ প্রকাশ করে ।

রোগটি যেভাবে ছড়ায় :
• মশা, মাছি, আটালি এবং মাইটস এর মাধ্যমে রোগটি দ্রুত এক হতে অন্য প্রাণিতে ছড়ায় ।
• আকান্ত্র প্রাণির লালা, নাক থেকে নিঃসৃত পদার্থ, দুধ এবং আক্রান্ত প্রাণির সংস্পর্শের মাধ্যমেও রোগটি অন্য সুস্থ প্রাণিতে ছড়াতে পারে ।
• আক্রান্ত প্রাণি এক স্থান হতে অন্য স্থানে পরিবহনের মাধ্যমে রোগটি ছড়াতে পারে ।
• আক্রান্ত প্রাণি পরিচর্যাকারী, চিকিৎসক, ভ্যাকসিন প্রদানকারীর মাধ্যমেও সুস্থ প্রাণিতে ছড়াতে পারে ।
• আক্রান্ত প্রাণির ব্যবহৃত যন্ত্রপাতির মাধ্যমেও অন্য সুস্থ প্রাণিতে ছড়াতে পারে ।
লক্ষণ :
• গরুর প্রথমে সমস্ত শরীরে অথবা কোন কোন অংশের চামড়া সামান্য উঁচু দেখায় অথবা কুঁচকে যায় এবং তা দেখতে গোলাকার বা বসন্তের মতো গুটি দেকা যায় ।
• আক্রান্ত হওয়ার ২-৩ দিনের মধ্যে গুটিগুলো ফেটে সেখান থেকে রস বা কষ বের হতে থাকে।
• গরুর শরীরে থাকা গুটিগুলো ঘায়ে পরিনত হয় ।
• এ সময়ে গরুর শরীরে অতিরিক্ত তাপমাত্রা ( ১০৩০-১০৬০ ফা: ) দেখা দেয় ।
• আক্রান্ত স্থানে কিছুটা ব্যথা থাকে ।
• গরুর পায়ে এবং নিম্নাংশে ফোলা দেখা যায় এবং প্রাণি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাফেরা করে ।
• গরু খাওয়া-দাওয়া ছেড়ে দেয় ।
• অনেক সময় গরুর বুকের নিচে পানি জমে ক্ষত সৃষ্টি হয় ।
• করীরের বসন্তের মতো গুটি ও চামড়া খসে পড়ে মাংস দেখা যায় ।
• অনেক সময় ক্ষস্থান পচে গিয়ে সেখান থেকে মাংস খসে খসে পড়ে ।
• এ সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আশেপাশে ।
• গরু নিস্তেজ হয়ে পড়ে ।
• দ্রুত চিকিৎসা কিংবা রোগের লক্ষণ না জানার কারণে অনেক গরু মারা যায় ।
রোগ নির্ণয় :
রোগের ইতিহাস এবং প্রাণির শরীরে উল্লেখযোগ্য উপসর্গ ও লক্ষণ দেখে সহজে চেনা যায় । তবে,
অনেক সময় পক্স, এফ. এম. ডি, বোভাইন হারপিস ভাইরাস-২, হাইপারসেনসেটিভ প্রতিক্রিয়া, কীট-
পতঙ্গের কামড় ইত্যাদির সঙ্গে অনেকটা মিল থাকে । তাই এ রোগটি যদি অন্যান্য রোগ থেকে পৃথক
করতে হলে অবশ্যই আক্রান্ত স্থানের নমুনা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে হবে অথবা ফ্লোরোসেন্ট অথবা ইমোনো পারঅক্সাইডেজ এ কালচার করে এল. এস. ডি নির্ণয় করতে হবে ।