কারণ:
গোট পক্স ( Goat Pox ) ভাইরাস এ রোগের জন্য দায়ী ।

লক্ষণ :
• শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় ।
• ক্ষুদামন্দা হয় ।
• শরীর জ্বালা-পোড়া করে ।
• নাক ও চোখ দিয়ে শ্রাব যায় ।
• ত্বকে বা শ্লেমা ঝিল্লিতে যেমন: লেজের গোড়ায়, ওলানে, নাকের ছিদ্রে গুটি বের হয় ।
• গুটি পেকে ক্ষত হয় ।
• এসব ক্ষতের উপর মামড়ি পড়ে ।
• এসব মামড়ি শুকিয়ে ঝরে পড়ে যাওয়ার ফলে ত্বকে বসন্তের দাগ পড়ে ।
• এ রোগে ভুগে ছাগল মারা যায় ।
রোগ নির্ণয় :
উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ও রোগের ইতিহাস জেনে এ রোগ নির্ণয় করা যায় ।
