কারণ :
প্রাণির শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়ার ফলে দুগ্ধজ্বর হয় । বাচ্চা প্রসব হওয়ার সময় বাছুরের হাড়ের মাধ্যমে ও শালদুধের মাধ্যমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম চলে যাওয়ার ফলে এ রোগের লক্ষণ দেখা দেয় ।

লক্ষণ :
• ক্ষুদামন্ধা, মাথা ও পা কাঁপে ।
• হার্টবীট বেড়ে যায় ।
• হাঁটতে গেলে টলে পড়ে যায় ।
• পিছনের পায়ে দুর্বলতার কারণে ভালভাবে ভর দিতে না পেরে শুয়ে পড়ে ।
• প্রাণি শুয়ে পেটের দিকে গুজে থাকে ।
• প্রাণির শরীরের তাপমাত্রা স্বাভাবিক বা তার চেয়ে কমে যায় ।
• প্রাণির শরীরে খিঁচুনী দেখা যায় এবং পা গুলো ছড়াইতে থাকে ।
• প্রাণি শেষে মারা যায় ।
রোগ নির্ণয় :
বাচ্চা দেওয়া ও রোগের উল্লেখযোগ্য লক্ষণ দেখে এ রোগ নির্ণয় করা হয় ।
অথবা,
রক্তে ক্যালসিয়ামের পরিমান জেনে এ রোগ নির্ণয় করা যায় ।