কারণ:
Morbilli virus জনিত কারণে এ রোগ হয় ।
কিভাবে ছড়ায় :
রোগ জীবাণু সরাসরি সুস্থ প্রাণির সংস্পর্শে এসে ও অসুস্থ ছাগলের নাকের শ্লেষ্মার মাধ্যমে এ রোগ
সুস্থ প্রাণিতে সংক্রমিত হয়ে রোগ সৃষ্টি করতে পারে ।

লক্ষণ :
• আক্রান্ত ছাগলের শারীরিক তাপমাত্রা বৃদ্ধি পায় ।
• খাবারে অরুচি হয় ।
• নাক দিয়ে প্রচুর তরল পদার্থ নির্গত হয় এবং নাসারন্ধ্রে সর্দি লেগে থাকে ।
• ছাগলের পায়খানা গুটি হয়ে থাকে তবে এ রোগে আক্রান্ত হলে পায়খানা প্রথমে গরুর পায়খানার ন্যায় হয় এবং পরবর্তীতে চরম ডায়রিয়া হয় ।
• গর্ভবর্তী ছাগলের গর্ভপাত হয় ।
• শ্বাস কষ্ট দেখা যায় এবং কাঁশি হয় ।
• চোখ একটু লাল দেখায় ।
• নিউমোনিয়ার লক্ষণ পাওয়া যায় ।
• পানি ছাড়া কিছুই খায় না ।
• মুখের চার দিকে ও দাঁতের গোড়ায় ক্ষত সৃষ্টি হয় ।
• ছাগল কয়েক দিনের মধ্যে মারা যায় ।
• বেঁচে থাকলে ছাগল অনেক দিন নিউমোনিয়া রোগে ভুগে ।
রোগ নির্ণয় :
১। পালের অনেক ছাগল আক্রান্ত হওয়ার ইতিহাস জেনে এ রোগ নির্ণয় করা যায় ।
২। বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ যেমন- জ্বর ও নাক, চোখ দিয়ে প্রচুর পদার্থ নির্গত হওয়া, পাতলা পায়খানা
ও শ্বাস-প্রশ্বাসে কষ্ট ইত্যাদি দেখে এ রোগ নির্ণয় করা যায় ।