সিরাজগঞ্জের বেলকুচিতে পেট এন্ড ভেট কনফারেন্স অনুষ্ঠিত

You are currently viewing সিরাজগঞ্জের বেলকুচিতে পেট এন্ড ভেট কনফারেন্স অনুষ্ঠিত

গত ২৬ এপ্রিল, ২০২৫ খ্রি. তারিখে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে “Animal Health takes a Team” স্লোগানকে সামনে রেখে সচেতনতামূলক কনফারেন্সে প্রাণিসেবা গ্রুপের আয়োজনে ও এসিআই এনিম্যাল হেলথ এর সৌজন্যে প্রাণিসম্পদ গ্রুপ কনফারেন্স হলে বিশিষ্ট পোষাপ্রাণী পালনকারী ও বেলকুচি এনায়েতপুর এলাকার মাঠ পর্যায়ে পশুপাখির খামারী ও প্রাথমিক চিকিৎসা-টিকা প্রদানকারীদের নিয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব ডাক্তার মোঃ রায়হান নবী, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, আঞ্চলিক প্রাণীরোগ অনুসন্ধান গবেষণাগার সিরাজগঞ্জ, অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ মোঃ মেহেদী হাসান, টেকনিক্যাল অফিসার, পেট হেলথ প্রমোশন, এসিআই এনিম্যাল হেল্থ, ঢাকা ও জনাব মোঃ আনোয়ার হোসেন এরিয়া ম্যানেজার হেলথ, সিরাজগঞ্জ।

অনুষ্ঠানে পেট এনিমেল বিভিন্ন রোগ ব্যাধি বিশেষ করে গরমের মধ্যে কিভাবে পোষা প্রাণী এবং অন্যান্য গবাদি পশু এই হিট স্ট্রোক থেকে মুক্ত রেখে পালন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জনাব ডাঃ মোঃ মেহেদী হাসান এবং টিকা মেডিসিন নিয়ে পরামর্শ দেওয়া হয়। খামারেদের মাঠ পর্যায়ে পশুপাখি পালনের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসক সুমন কান্তি দাস, রাশেদুল ইসলাম, রেজাউল ইসলাম, ওমর ফারুক এবং টিকা প্রদানকারীদেরকে এন্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ব্যতীত অপ্রয়োজনীয় ব্যবহার নিষেধ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করা হয় এবং এক উদ্দেশ্য প্রাণিসেবা প্রথম ও প্রাণিসম্পদ সেবা দলগতভাবে সঠিকভাবে কাজ করতে সবার সহযোগিতা কামনা করা হয়।

জনাব ডাঃ মোঃ রায়হান নবী, বলেন এন্টিবায়োটিক ব্যবহারে শুধুমাত্র ভেটেরিনারিয়ানগণ সম্পৃক্ত হবেন, এই মর্মে সকলের সাথে একটি ঐক্যমত্যে পৌঁছানো যায়।

অনুষ্ঠানে উপস্থিত সকলের পক্ষে নুসরাত জাহান তনু এরকম প্রোগ্রামকে সাধুবাদ জানান এবং আবার এ ধরনের প্রোগ্রাম আয়োজন করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

প্রাণিসেবা গ্রুপের সদস্যবৃন্দরা এ ধরনের আয়োজন করে থাকেন ভবিষ্যতে খামারেদেরকে বিনামূল্যে মুরগি পালনের উপর প্রশিক্ষণ প্রদান করবেন।

Leave a Reply