শিবগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ১৯ মাস যাবৎ বিদ্যালয়ে অনুপস্থিত


বগুড়ার শিবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গত ১৯ মাস যাবৎ বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ শিক্ষা পাঠদান থেকে বঞ্চিত, অভিভাবকরা চিন্তিত।
জানা গেছে, উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের বালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুলতানা পারভীন গত ১৪/০৯/২০২৩ তারিখ থেকে অদ্য পর্যন্ত ১ বছর ৭ মাস যাবৎ বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।

দীর্ঘ ১৯ মাস যাবৎ বিদ্যালয়ে যোগদান না করায় স্থানীয় সুধীগণ ও অভিভাবক মহলের চলছে আলোচনা সমালোচনা। স্থানীয় অভিভাবকরা শুন্য পদে মেধাবী শিক্ষক নিয়োগ দিয়ে দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন। এব্যাপারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র মোদক বলেন, এবিষয়ে কয়েক দফায় উপজেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত ভাবে জানানো হয়েছে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুন্নাহার বলেন, আগামীতে নতুন শিক্ষক নিয়োগ হলেই ঐপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তবে অভিযুক্ত শিক্ষকের বেতন কার্যক্রম বন্ধ রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, উদ্ধর্তন কর্মকর্তাদের সঙ্গে এবিষয়ে কথা বলে শিক্ষার কার্যক্রম চালানোর বিকল্প হিসাবে ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে অত্র শিবগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, শিক্ষিকা সুলতানা পারভীন ও তার স্বামী জাহাঙ্গীর হোসেন গুজিয়া, আমতলী, দাড়িদহ ও শিবগঞ্জ উপজেলা সদরসহ বেশ কয়েকটি এলাকায় দেশ বন্ধু নাম দিয়ে এনজিও, এজেন্ট ব্যাংক, চাইনিজ রেস্তরা ও শপিংমল দিয়ে সাধারণ মানুষের নিকট থেকে প্রতারিত ভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে স্বামী-স্ত্রী দু’জনে পলাতক রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার কয়েক জন বলেন, এলাকা কিছু প্রভাবশালী ব্যক্তিদের ছত্র ছায়ায় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করে পথে বসিয়েছে।

এম. আর. নবী

PSG e Bazar offers you lots of best products and services. Thank you for your trusted shopping. ... ... ... CEO Pranisheba Group

Leave a Reply